ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় বাসায় কাজ করার সময় মাথার উপর সিলিং বোর্ড পড়ে মো. শামীম (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকেল সাড়ে ৫ টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. আফসার জানান, বিকেলের দিকে কেরানীগঞ্জ কলাটিয়ার নাজিম উদ্দিনের বাসার সিলিং বোর্ডের কাজ করছিল শামীম। এ সময় টাইলসে পা পিছলে পড়ে গেলে তার মাথার ওপর সিলিং বোর্ড পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত শামীম ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামের মো. রফিকের ছেলে। পেশায় তিনি সিলিং বোর্ড মিস্ত্রির কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএসএ