রাজধানীর খিলগাঁওয়ের মধ্যম নন্দীপাড়ী এলাকা থেকে সাদিয়া (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ভোরে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা রিকশাচালক আফজাল মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমি রিকশা চালাই। অভাবের সংসারে ঠিকঠাক খাবার দিতে পারি না। লকডাউনে আয় নাই। গতকাল বাসায় এসে দেখি মেয়ের মন খারাপ। ১০ টাকা হাতে দিয়ে বললাম কিছু খেয়ে নিও। বাসায় আসার সময় ৪০ টাকা দিয়ে দুই হালি কলা আনলাম। গতকাল ঘরে সারাদিন চুলা জ্বলেনি। যেটুকু পান্তাভাত ছিল, তাই খেয়েছে বলল। পরে সবাই ১১টার দিকে ঘুমিয়ে পড়ি।

রাত ১টার দিকে মেয়ের মা উঠে ঘরের দরজা খোলা পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখা যায়, পাশের রুমে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। মেয়ের মরদেহ দাফন করার সামর্থ্যও নেই আমার।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) জালাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করি। পরিবারের সঙ্গে কথা বলে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএএ/এমএইচএস