রাজধানীতে বসেছে চার দিনের পার্বত্য মেলা। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন-কৃষ্টি ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য সমতলের মানুষের মধ্যে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রীর পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং ওই অঞ্চলের সংস্থাগুলোর সমন্বয়ে আয়োজিত মেলায় তিনটি জেলায় উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী তাঁতে বোনা পণ্য, বিভিন্ন মৌসুমি ফল ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে হরেক রকমের স্টল বসেছে। 

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দীপংকর তালুকদার, বীর বাহাদুর উ শৈ সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা; বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির তিন জেলা পরিষদ চেয়ারম্যান যথাক্রমে ক্য শৈ হ্লা, অংসুই প্রু চৌধুরী, মংসুই প্রু চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা। স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান।

জেডএস