পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন: সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (০২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে লেখা এক বার্তায় ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বার্তায় মোমেনের দ্রুত আরোগ্য লাভ করে ফের দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করবেন বলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় জানান, মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা দিতে চীন সবসময় প্রস্তুত।

ওয়াং ই বলেন, ‘প্রকৃতপক্ষে আমাদের সবার জন্য এটি একটি কঠিন সময়।’

এই চ্যালেঞ্জিং সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সহযোগিতা করা অপরিহার্য, বার্তায় যোগ করেন ওয়াং ই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনায় বার্তা দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি।

গত বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগ দেওয়ার জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হলে পররাষ্ট্রমন্ত্রীর ফল পজিটিভ আসে। এজন্য নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী।

এনআই/জেডএস