রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ৩টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী হাসিব ঢাকা পোস্টকে বলেন, এলিফ্যান্ড রোডের বাটা সিগন্যালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির প্রাইভেটকার ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কাছে থাকা নগদ অর্থ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, প্রাইভেটকারের ধাক্কায় আহত বৃদ্ধকে ঢামেকে নিয়ে আসেন হাসিব নামে এক পথচারী। এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। তার কাছে থাকা ৯ হাজার টাকা আমাদের কাছে রয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

এসএএ/এসকেডি