অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক, সাহিত্য সমালোচক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’। বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপির প্যাভিলিয়নে। বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে বইটি।

তাম্রলিপির প্রকাশক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শব্দের নিখুঁত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’র অক্ষরগুলো শপথের সাক্ষর ঘোষণা করেছে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলো নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে।

বইটির প্রাবন্ধিকের শৈশব কেটেছে সমুদ্রস্নাত নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলে; সমুদ্রের বিশালতাকে আলিঙ্গন করার পাশাপাশি এর রুদ্র-রোষও প্রত্যক্ষ করেছেন। তাই চোখের আলোয় বাইরের পৃথিবী তার কাছে কেবল সুন্দর ও স্বপ্নময় নয়, ঝঞ্ঝাবিক্ষুব্ধও বটে। কখনো যাপিত জীবনের সংকট; কখনো বা জীবন প্রবাহের বৈচিত্র্যময় যোজন-বিয়োজন তারই চিত্রায়ন এ গ্রন্থ।

আলোকিত আগামী বিনির্মাণ, বোধ ও উপলদ্ধির এক ইন্দ্রজাল এতে বোনা হয়েছে নিপুণ ও নিখুঁতভাবে। বইয়ের ভাষার ব্যবহার ও শব্দের গাঁথুনি অনুপম ও অনবদ্য। বক্তব্যের প্রাসঙ্গিকতা, ভাবের গভীরতা ও প্রকাশের ভিন্নতা গ্রন্থটিকে স্বতন্ত্র ও প্রাণবন্ত করে তুলেছে। প্রতিটি প্রবন্ধ পাঠকের মনে ও মননে নতুন চিন্তার উন্মেষ, বিকাশ ও বিস্তৃতি ঘটাবে।

এমএম/এমএ