রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেতু ডিলাক্স ও বনফুল পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে নিয়ে আসা সহকর্মী মো. সুমন খান জানান, যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মাঝখানে পড়ে নাসির গুরুতর আহত হন। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

তিনি জানান, নিহত নাসিরের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। শনির আখড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকে তার পরিবার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমজে