মো. মশিউর রহমান

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ উপপরিচালক পদে রদবদল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।  

আদেশ অনুসারে, উপপরিচালক মো. মনিরুল ইসলামকে কক্সবাজার থেকে ঢাকা প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৫ বিভাগে ও সুবেল আহমেদকে কক্সবাজারের বদলি করা হয়েছে। 

অন্যদিকে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপপরিচালক মো. মশিউর রহমানকে প্রধান কার্যালয় থেকে গোপালগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপপরিচালক মো. সিফাত উদ্দিনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। 

আর দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া উপপরিচালক মো. শাওন মিয়াকে প্রধান কার্যালয় থেকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে ও উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানকে রংপুর থেকে ঢাকার প্রধান অফিসে আনা হয়েছে। 

বদলি করা কর্মকর্তাদের ৭ মার্চের মধ্যে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরএম/জেডএস