বরিশাল জেলার বানারীপাড়া থানা এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাহবুবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর গতকাল শুক্রবার রাতে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানাধীন মুন্সিরহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এবং র‌্যাব-১১। গ্রেপ্তার মাহবুব বরিশাল বানারীপাড়ার মালেক বেপারীর ছেলে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, বিগত ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে বরিশাল জেলার বানারীপাড়ার উদয়কাঠী গ্রামে গ্রেপ্তার মাহাবুব ৪ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে তার বিরুদ্ধে একটি মামলা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ওই মামলার বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং এক লাখ টাকা জরিমানা প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার পর থেকেই পলাতক মাহাবুব দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সর্বশেষ গতরাতে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানাধীন মুন্সিরহাট এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বরিশাল জেলার বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এমএ