রাজধানীর বেইলি রোডে গ্রিনকোজি ভবনে আগুনের ঘটনায় নিহত কেএম মিনহাজ উদ্দিনের (২৬) মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মার্চ) দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হলে সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে রমনা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান, বেইলি রোডে আগুনে নিহত কে এম মিনহাজ উদ্দিনের মরদেহ তার পরিবারের কাছে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ চাঁদপুরে জানাজা শেষে দাফন হবে। 

উল্লেখ্য, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হন। এ ঘটনায় নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ এবং অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি।

এসএএ/এসকেডি