জব্দ করা অস্ত্র, ক্যামেরা, আইডি কার্ড ও ইয়াবা

চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় প্রেমের ফাঁদে ফেলে বাসায় এনে দুই যুবকের অশ্লীল ছবি ধারণ করে টাকা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দক্ষিণ কাট্টলী এলাকার একতা আবাসিকের চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম। 

গ্রেফতাররা হলেন- মাসুদ রানা (৩৫), লক্ষ্মী রাণী দাশ (৩৪) ও নার্গিস আক্তার (২১)। মাসুদ রানার বিরুদ্ধে পাহাড়তলী ও হালিশহর থানায় বিভিন্ন আইনে ছয়টি মামলা রয়েছে। মাসুদ নিজেকে সিটিজি ক্রাইম টিভি ও ভোরের জানালা নামে দুইটি অনলাইন টিভি ও পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচিয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, মাসুদ রানা একতা আবাসিকের একটি ভবনের তৃতীয় তলায় বাসা ভাড়া নেন। এরপর সমাজের বিত্তশালীদের টার্গেট করেন। পরে লক্ষ্মী ও নার্গিস মিলে প্রেমের ফাঁদে ফেলে বুধবার (২১ এপ্রিল) দুই যুবককে বাসায় নিয়ে যান। এরপর তাদের কাপড় খুলে নার্গিসের সঙ্গে তাদের অশ্লীল ছবি ধারণ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তাদের চিৎকার শুনে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে ভুক্তভোগী দুই যুবককে উদ্ধার করে। 

অভিযানে ওই বাসা থেকে একটি ক্যামেরা, চারটি মোবাইল, তিনটি খেলনা পিস্তল, তিনটি ছুরি, দুইটি প্রেস আইডি কার্ড, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত এক জোড়া জুতা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।  

পুলিশ কর্মকর্তা হাসান ইমাম আরও জানান, ইতোপূর্বে আসামিরা নিজেদের ডিবি পুলিশ, সংবাদকর্মী পরিচয় দিয়ে  অস্ত্রের মুখে মানুষকে আটক করে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আত্মসাৎ করেছেন। 

কেএম/আরএইচ