চট্টগ্রামে করোনায় বেশি আক্রান্ত যুবকরা, মারা যাচ্ছেন বয়স্করা
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৪৮ হাজার ১৩৯ জনের মধ্যে ২০ হাজার ৭৮৪ জনই যুবক। যাদের বয়স ২১ থেকে থেকে ৪০ বছরের মধ্যে। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৮০ জন মারা গেছেন। তাদের ৩৮২ জনের বয়স পঞ্চাশের বেশি, যা মোট মৃত্যুর প্রায় ৮০ শতাংশ।
এ বিষয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, তরুণ ও যুবকদের মধ্যে মাস্ক পরার প্রবণতা কম। এছাড়া তরুণরা একসঙ্গে বসে আড্ডা দেয়। তরুণ ও যুবক যারা করোনায় আক্রান্ত হয়েছে, তাদের অনেকেরই কোনো উপসর্গ ছিল না। যেহেতু উপসর্গ থাকে না অনেকেই একসঙ্গে আড্ডা দেয়, ঘুরাঘুরি করে, ফলে তাদের আক্রান্তের হার বেশি। বর্তমানে তরুণদেরও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। তবে তাদের মৃত্যু হার কম।
বিজ্ঞাপন
করোনায় ৫০ ঊর্ধ্ব মানুষের মৃত্যু হার বেশি হওয়ার বিষয়ে তিনি বলেন, বয়স্কদের মধ্যে ইমিউনিটি কম। এছাড়া অনেকেই অন্য রোগে আক্রান্ত থাকেন। তাই বয়স্কদের মৃত্যু হার বেশি।
ডা. বিদ্যুৎ বড়ুয়া আরও বলেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে মাস্ক পরতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাই যদি মাস্ক পরে, তাহলে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কমে যাবে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৬৭৭ জন আর মহিলা ১৫ হাজার ৪৬২ জন।
আক্রান্তদের মধ্যে ৪৩ দশমিক ৫৫ শতাংশের বয়স ২১ থেকে ৪০ বছর। সংখ্যার হিসেবে যা ২০ হাজার ৭৮৪ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৮ দশমিক ৫২ শতাংশ অর্থাৎ ৮ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। আর ৫১ থেকে ৬০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন ১৫ দশমিক ২৭ শতাংশ বা সাত হাজার ৩৫২ জন। ৬০ ঊর্ধ্ব করোনা আক্রান্ত রোগী ১৩ দশমিক ৫২ শতাংশ বা ৬ হাজার ৫০৯ জন।
চট্টগ্রামে সবচেয়ে কম করোনায় আক্রান্ত হয়েছেন ০ থেকে ১০ বছর বয়সীরা। যার সংখ্যা ১ হাজার ২১৫ জন, যা মোট আক্রান্তের ২ দশমিক ৫২ শতাংশ। আর ১১ থেকে ২০ বছর বয়সীদের করোনায় আক্রান্তের হার ৬ দশমিক ৯৮ শতাংশ বা তিন হাজার ৩৬১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮০ জন। যার মধ্যে এপ্রিল মাসেই মারা গেছেন ৯২ জন। চট্টগ্রামে মহিলার তুলনায় পুরুষের মৃত্যু হার বেশি।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ৪৮০ জনের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৫৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২২ জন। তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ৭৯ দশমিক ৫৮ শতাংশ অর্থাৎ ৩৮২ জন।
সবচেয়ে কম ১ থেকে ১০ বছর বয়সী চার জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ৪১ থেকে ৫০ বছর বয়সী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সী করেনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। পাঁচ জন মারা গেছেন ২১ থেকে ৩০ বছর বয়সী আর ১১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন পাঁচ জন।
কেএম/এসএসএইচ