চট্টগ্রাম নগরের জিইসির মোড় এলাকার পেনিনসুলা আবাসিক হোটেলের কক্ষ থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই ব্যক্তি পোল্যান্ডের নাগরিক। তার বয়স ৫৮ বছর। হোটেলের রেজিস্ট্রারে তিনি নগরের সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসে কর্মরত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। হোটেলের ৯০৫ নম্বর কক্ষে বিছানার একপাশে মরদেহটি পড়েছিল। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এমজে