রাজধানী ঢাকায় শব্দ দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখানকার সবচেয়ে নীরব এলাকার শব্দের মাত্রাও মানমাত্রার চেয়ে আড়াই গুণ বেশি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) জরিপে উঠে এসেছে যে, ঢাকায় দিনে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় বাংলামোটরে, আর রাতে লালবাগে। 

সোমবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের তথ্য তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিজার সভাপতি প্রকৌশলী আবদুস সোবহান। 

তিনি বলেন, বাংলামোটর এলাকায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ থাকে। এ সময়ে এই এলাকায় শব্দের মাত্রা ১০৩ দশমিক ৮ ডেসিবল। অন্যদিকে, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়ে শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগে, যা ১০১ দশমিক ৫ ডেসিবল।

সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, শব্দ দূষণের কারণে মানুষ শুধু শ্রবণ শক্তি হারায় না, নানা ধরনের জটিল রোগেও আক্রান্ত হয়। 

সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে আরও ছিলেন নগর গবেষক মো. জাহাঙ্গীর আলম, পরিজার সহসভাপতি ক্যামেলিয়া চেম্বরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হাসানসহ অনেকে।

কেএ