প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় রাত ৯টার পর হঠাৎ করে ফেসবুকে সমস্যা দেখা দেয়। তখন স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক আইডিগুলো লগআউট হয়ে যায়।

ওই সময় ব্যবহারকারীরা ভাবতে থাকেন তাদের আইডি হয়তবা হ্যাকিংয়ের স্বীকার হয়েছে। কারণ সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও বলা হচ্ছিল, পাসওয়ার্ডটি সঠিক নয়।

আর এমন পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এক-দুই করে পরবর্তীতে জানা যায়, সবাই একই  সমস্যার সম্মুখীন হয়েছেন।

ফেসবুকের এ সমস্যা পুরো বিশ্বজুড়ে দেখা যায়। ট্র্যাকিং অ্যাপ ডাউন ডিটেক্টরে লাখ লাখ মানুষ এই সমস্যা নিয়ে অভিযোগ করতে থাকেন।

তুষার ঢালী নামের এক ফেসবুক ব্যবহারকারী ঢাকা পোস্টকে জানিয়েছেন, তিনি কম্পিউটারে বসে ফেসবুক ব্যবহার করছিলেন। তখন হঠাৎ করে তার আইডি লগআউট হয়ে যায়। প্রথমে ভেবেছিলেন হয়ত কোনো সমস্যার কারণে এমনটি হয়েছে। পরে তিনি বেশ কয়েকবার পাসওয়ার্ড দেওয়ার পরও সেটি ভুল দেখাচ্ছিল। এতে তিনি ভয় পেয়ে যান। কারণ তার মনে হয়েছিল তার আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাশের একজনকে এ ব্যাপারে জানালে, তিনিও জানান তারও ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে।

এমটিআই