প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১০ মার্চ) প্রতিমন্ত্রী এক শোক বার্তায় ইহসানুল করিমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধে পশ্চিম রণাঙ্গনে তার অবদান চির অম্লান হয়ে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সহ আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি, পিটিআই এবং ভারতের দ্য স্টেটমেন্ট ও ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে মরহুম ইহসানুল করিম সাংবাদিকতা বিকাশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রপতি এবং ২০১৫ সালের ১৫ জুন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে তার অবদান চির অম্লান হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ কর্মবীরকে হারাল। তার এ শূন্যতা পূরণ হওয়ার নয়। 

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরএইচটি/এসকেডি