ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণে অনিয়ম ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবির অভিযোগে মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ মার্চ) অভিযানে অতিরিক্ত টাকা গ্রহণ করার সময় দুদক টিম দুজন দালালকে হাতেনাতে আটক করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, মেহেরপুর বিআরটিএ এর কর্মকর্তাদের বিরুদ্ধে ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণে অনিয়ম ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবির অভিযোগে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। 

দুদক জানায়, বিআরটিএ অফিস প্রাঙ্গণ থেকে দুজন দালালকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরে বিআরটিএ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসকে দালালমুক্ত করা ও যথাযথ নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

আরএম/এমএসএ