ফাইল ছবি

পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএম জি টিসিসি) ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘পোশাক শ্রমিকদের রেশন দেওয়ার কথা বলা হয়েছে। এটা আমি চেষ্টা করব। আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করলে তিনি এটা গ্রহণ করবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আশা করি, যথাসম্ভব শিগগিরই আমি এটা চালু করব।’

সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বোর্ডের সভায় অংশ নেওয়ার বিষয় প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে আইনমন্ত্রী এবং আমি বক্তব্য রেখেছি। তারা আমাদের দাবি গ্রহণ করেছে। ভোটের মাধ্যমে তারা সেটা গ্রহণ করেছে। বেশিরভাগ দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলো আমাদের ভোট দিয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য বিশাল একটা বিজয়।’

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেনসহ পোশাক কারখানা মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচআর/এসএম