ঘণ্টাখানেকের মধ্যেই ডেমরার ক্রীড়া সামগ্রীর গোডাউনে লাকা আগুন পুরোপুরি নিভে যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিকল্পনা) আখতারুজ্জামান।

শুক্রবার (২২ মার্চ) ঘটনাস্থলে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগুনের খবর পাওয়ার পর ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের টিম এখানে হাজির হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি আগামী এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিভে যাবে।

তিনি আরও বলেন, পুরো ভবনটি ক্রীড়া সামগ্রী দ্বারা পরিপূর্ণ ছিল। ফলে আগুন নেভাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। আগুনের তীব্রতা কমার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করে পুড়ে যাওয়া মালামালগুলো বের করছেন। এখানে যথেষ্ট পরিমাণ পানির সোর্স ছিল না। প্রায় আধা কিলোমিটার দূর থেকে আমাদের পানি আনতে হচ্ছে।

আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, আমরা দেখতে পেয়েছি যে... এই ভবনে মাত্র একটি সিঁড়ি ছিল এবং অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। এখন কী কারনে আগুন লেগেছে তা তদন্ত করার মাধ্যমে বের করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটে। এরপর ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় সাড়ে আট ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ওএফএ/এমএসি/কেএ