ঢাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৪ মার্চ) ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ মার্চ) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৮৪২ পিস ইয়াবা, ২৫৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।

একইসঙ্গে গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আরএইচটি/জেডএস