ফাইল ছবি

রাজধানী ঢাকার বস্তিগুলোতে সবচেয়ে বেশি বসবাস করেন বরিশালের মানুষ। রাজধানীর বস্তিগুলোতে প্রায় ১৩.৫৪ শতাংশ বরিশালের মানুষ বাস করেন। এরপরই আছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নেত্রকোণা জেলার মানুষ।

রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠিানে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি মোহাম্মদ মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর বস্তিগুলোতে অন্য জেলা থেকে এসে বসবাসকারীদের শীর্ষে পাঁচটি জেলা রয়েছে। সেগুলো হলো– বরিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নেত্রকোণা। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ময়মনসিংহ জেলার ৯.৩৪ শতাংশ মানুষ, কিশোরগঞ্জের ৭.৮২ শতাংশ মানুষ, কুমিল্লা জেলার ৬.৫২ শতাংশ মানুষ এবং নেত্রকোণা জেলার ৫.২৬ শতাংশ মানুষ রাজধানীর বস্তিতে বাস করেন।

বিবিএস জানায়, ২০২২ সালে খানার প্রধান হিসেবে পুরুষরা ছিলেন ৮২.৬ শতাংশ, যা ২০২৩-এ হার কমে দাঁড়িয়েছে ৮১.১ শতাংশে। অর্থাৎ পুরুষ নিয়ন্ত্রিত খানার সংখ্যা কমেছে। এ ছাড়া ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৫৩ শতাংশে।

এসআর/এসএসএইচ