গণপূর্তের সব দপ্তরের চলমান কার্যক্রম জানাতে হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে। রোববার (২৪ মার্চ) জাতীয় সংসদে দ্বাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। 

বৈঠকে কমিটির সভাপতি শরীফ আহমেদ সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, আ, ক, ম বাহাউদ্দীন, এম. আবদুল লতিফ, মো. শিবলী সাদিক, মো. মজিবর রহমান (মজনু),আবদুল হাফিজ মল্লিক এবং পারভীন জামান উপস্থিত ছিলেন।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রম সংক্ষিপ্ত আকারে কমিটিতে উপস্থাপন করা হয় এবং সকল দপ্তরের চলমান কার্যক্রম কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/এসকেডি