রাজধানীর পোস্তগোলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সেলিম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি ঔষধ কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিলন জানান, আজ রাতের দিকে সেলিম নামের ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে পোস্তগোলার টেম্পু স্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

তিনি আরও জানান, ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করলেও পালিয়ে যায় চালক। সেলিম মানিকগঞ্জের শিবালয় থানার মেদিনীপুর গ্রামের হায়াত আলীর ছেলে। বর্তমানে শ্যামপুর এলাকায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া  জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএ