সারা দেশে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ।

বুধবার (২৭ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, দেশের সরকারি চিকিৎসা কার্যক্রম অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতিতে ঠাসা। শুধু রোগীরাই তার শিকার নয় চিকিৎসক, চিকিৎসা কর্মীরাও অবহেলিত। তাদের ন্যায়সংগত দাবি আদায়ের আন্দোলনে রোগীদের চিকিৎসা ব্যাহত করে হাসপাতালে তেমন কোনো কর্মসূচি কাম্য নয়।

তিনি বলেন, আন্দোলনরত চিকিৎসকদের চার দফা দাবি ন্যায়সংগত ও যুক্তিযুক্ত। তাদের ভাতা দীর্ঘদিন বকেয়া থাকায় জুনিয়র চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছে। চিকিৎসকদের বেতনভাতা নিয়ে টালবাহানা হলে হাসপাতালে চিকিৎসা ব্যাহত হতে বাধ্য। সেক্ষেত্রে রোগীদের কোনোরকম ক্ষতি হলে সরকারকেই তার দায়দায়িত্ব নিতে হবে। তাই অবিলম্বে চিকিৎসকদের বেতন-ভাতা পরিশোধ করে জনগণের চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ওএফএ/এমজে