গত ২৯ মার্চ সাভারের হেমায়েতপুরে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাসের মিছিলে হামলার ঘটনার প্রতিবাদ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, নারী সম্পাদক সুইটি সুলতানা প্রমুখ।

বক্তব্যে আমিরুল হক আমিন বলেন, ঈদ এলেই গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার পাঁয়তারা করে থাকে। প্রতিবারের মতো অনেক মালিক ঈদ বোনাস পরিশোধ না করে ঈদের আগে মার্চ মাসের বেতন না দেওয়া অথবা অর্ধেক দেওয়ার পরিকল্পনা করছেন। অনেক মালিকই আবার শ্রমিকদের নামেমাত্র বোনাস দিতে চাইছেন। গার্মেন্টস মালিকদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে ঈদের আগে যথাযথ ঈদ বোনাস পরিশোধ করতে হবে।

সমাবেশে অবিলম্বে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, ২৫ রমজানের মধ্যে দেশের প্রত্যেক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করার দাবি তুলে ধরা হয়।

ওএফএ/জেডএস