ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শহীদের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শহীদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার দুই সন্তান রয়েছে।

শহীদুল দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এরপর নগরীর পাঁচলাইশে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মঈনুল আলম ছোটন ঢাকা পোস্টকে বলেন, শহীদের প্রথম নামাজে জানাজা আজ (মঙ্গলবার) রাত ১০টায় লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া, দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল (বুধবার) বেলা ১১টায় বাঁশখালীর খানখানাবাদ এলাকার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

আরএমএন/কেএ