ডেমরায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. সাব্বির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা মো. নাসির বলেন, এলাকায় আমার একটি চায়ের আছে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সাব্বির ছিল সবার ছোট। আজ সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে বাসার সামনের রাস্তায় সে খেলাধুলা করছিল। এমন সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত। আমাদের বাড়ি বরিশালের হিজলা থানায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি