বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নামে ভুয়া ফেসবুক পেজ, সচেতনতার আহ্বান
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নামে ভুয়া ফেসবুক পেজ থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
পিডিবির বার্তায় বলা হয়, সম্প্রতি দেখা গেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নাম ও মনোগ্রামের অনুকরণে একাধিক ভুয়া ফেসবুক পেজ ব্যবহৃত হচ্ছে। এসব ফেসবুক পেজের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞাপন
বিভ্রান্তি ছড়াতে এ ধরনের পেজগুলো বিউবো'র অফিসিয়াল পেজের কনটেন্ট নিজেদের পেজে শেয়ার করে থাকে। আবার কিছু কিছু পেজে অশ্লীল বা অনাকাঙ্ক্ষিত কনটেন্টও শেয়ার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, পিডিবির Bangladesh Power Development Board - BPDB নামে পেজ ছাড়া আর কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পিডিবি।
ওএফএ/এমএসএ