রাজধানীর ওয়ারীর উত্তর মসন্দির একটি বাসায় ফ‍্যান বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। 

দগ্ধদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- নাদিয়া (৪০) ফরিদা (৪১) ও রিপন (৩৮)।

একই এলাকার বাসিন্দা সাইমন জানান, পুরান ঢাকার ওয়ারী এলাকার ৫৮ নং উত্তর মসন্দির একতলার পুরাতন ভবনের একটি বাসায় বৈদ্যুতিক পাখা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ঘরের আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ওই পরিবারের তিনজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, পুরান ঢাকার ওয়ারী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নাদিয়া, ফরিদা ও রিপন নামে তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

এসএএ/পিএইচ