ঈদের দিন সারাদেশের সব যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র ঢাকা থেকে ২টি রুটে দুটি ট্রেন চলাচল করবে।

বুধবার (১০ এপ্রিল) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

তিনি বলেন, ঈদের দিন সবসময়ই আন্তঃনগর ট্রেনের ছুটি থাকে। সেই হিসেবে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ট্রেনগুলোর ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সারা দেশের সব ট্রেনের মধ্যে ২টি ট্রেন ঈদের দিন চলাচল করবে। এর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা/চট্টগ্রাম মেইল (০১/০২)। অন্যটি হচ্ছে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ভাওয়াল এক্সপ্রেস (৫৫/৫৬)।

রেলওয়ের তথ্যানুযায়ী, ঢাকা মেইল (০১) চট্টগ্রাম স্টেশন থেকে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকা স্টেশনে পৌঁছায় আজ সকাল ৮টায়। অন্যদিকে চট্টগ্রাম মেইল (০২) ঢাকা স্টেশন থেকে আজ রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে শুক্রবার সকাল ৮টায়।

এছাড়া ভাওয়াল এক্সপ্রেস (৫৫) ঢাকা স্টেশন থেকে গতকাল রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে এসে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে পৌঁছায় রাত ৩টা ৪৫ মিনিটে। আবার ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি আজ রাত ১টা দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ছেড়ে এসে ঢাকা স্টেশনে পৌঁছাবে শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে।

এমএইচএন/এসকেডি