জালিয়াতির মাধ্যমে ১৪ জন গ্রাহকের ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শাখার ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায়। দুদকের উপ-পরিচালক মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার, অফিসার অসীম বৈদ্য ও শেখ নাজমুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক টুঙ্গীপাড়া শাখার ১৪ জন সদস্যের ঋণ হিসাবে দেখানো ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেছেন। যার মধ্যে ১৩ জন গ্রাহকের ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা ঋণ বিতরণ দেখিয়ে গ্রাহকদের স্বাক্ষর গ্রহণ করলেও সেই অর্থ পাননি গ্রাহকরা। অন্যদিকে একজন গ্রাহকের ঋণের ২০ হাজার টাকা আদায় করেও ব্যাংকে জমা দেননি আসামিরা।

আরএম/এসকেডি