প্রত্যেক বিভাগে আলু সংরক্ষণাগার আধুনিকায়নে পদক্ষেপ নিতে সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মো. আব্দুর রাজ্জাক। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, মো. মামুনুর রশীদ কিরন, এ, কে, এম রেজাউল করিম তানসেন, মো. জাকির হোসেন এবং ফরিদুন্নাহার লাইলী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পরিচিতি পর্ব, কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থা/প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি অবহিতকরণ, প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়ন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। 

কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মলয় চৌধুরী (অতিরিক্ত সচিব), মহাপরিচালকরা, প্রধান নির্বাহীরা, বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।                                           

এসআর/এনএফ