গোপালগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ অচিরেই চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। 

তিনি বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির রেক আধুনিক কোচের সমন্বয়ে গঠিত রেক দিয়ে প্রতিস্থাপন করা হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও দোয়া করেন।

তিনি বলেন, আমরা রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা। আমার কাজ হচ্ছে জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেনচলাচল ব্যবস্থা সহজতর করা। 

এর আগে রেলের ডিজি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের চলমান কার্যক্রম ঘুরে দেখেন। জংশন স্টেশন হিসেবে ভাঙ্গা জংশনের কার্যক্রম যেন সুচারুভাবে সম্পন্ন হয় সে জন্য সব সুযোগ-সুবিধা রাখার জন্য পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে নির্দেশ প্রদান করেন। 

/এমএইচএন/এমএসএ