রাজধানী মুগদায় লরিতে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক মো. রাজন (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় লরিটিকে জব্দ করতে পারলেও পালিয়ে গেছে চালক।

সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত একটায় আনোয়ার ইস্পাতের লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

নিহতের মামাত ভাই ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ছুটে আসি। সে একটি কাভার্ডভ্যানের চালক ছিল। মুগদা থানা এলাকার টিটি পাড়া মোড়ে এলে সামনে থাকা আনোয়ার ইস্পাতের লরি হঠাৎ ব্রেক করে। এতে লরিতে সজোরে কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। লরিটি পুলিশ আটক করেছে কিন্তু চালক পালিয়ে গেছে।

নিহত রাজন নারায়ণগঞ্জে থাকত। তিনি লক্ষ্মীপুর সদরের সংসার গ্রামের ফজর আলীর ছেলে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। কাভার্ডভ্যানটি পেছন থেকে লরিটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন চালক ভেতরে ছিল, বের করার মতো কোনো অবস্থা ছিল না। পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। লরিটি আমরা জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে। 

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসএএ/এসএসএইচ