দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরও কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ কে এম সরওয়ারুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) হাসপাতালটির সুপারিন্টেনডেন্ট ডা. মোহাম্মাদ শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন উনি (সরওয়ারুল আলম) ভালো আছেন। তেমন কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। তিনি ৩০ থেকে ৪০ শতাংশ এফেক্টেড হয়েছেন। হাসাপাতালের সাধারণ বেডে চিকিৎসা নিচ্ছেন।

ডা. মোহাম্মাদ শিহাব উদ্দিন জানান, ১৭ এপ্রিল ডা. সরওয়ারুল আলম করোনা পজিটিভ হয়েছেন। পজিটিভ হওয়ার কয়েকদিন আগে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি। এখন সুস্থ আছেন। খাওয়া দাওয়াসহ সবকিছু ঠিক আছে।

একে/এসএসএইচ