রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় নিহত মাহিন আহমেদের পরিবারকে সহমর্মিতা জানাতে তার বাড়িতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, মুগদা থানার বিপরীত পাশের গলির বাসভবনে শিক্ষার্থী মাহিন আহমেদের পরিবারকে সহমর্মিতা জানাতে নিহতের বাড়িতে যাবেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি নিহতের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়। মাহিন মতিঝিল আইডিয়ালের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। এ ঘটনায় ময়লার গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, দুর্ঘটনার পর মাহিনকে প্রথমে মুগদা হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসএস/এসএসএইচ