চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ কায়সার হামিদ নামে বিদেশগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিমের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সংযুক্ত আরম আমিরাতের ৯০ হাজার দিরহাম জব্দ করা হয়।

আটক মোহাম্মদ কায়সার হামিদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে তার শারজাহ যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, অভিযুক্ত মোহাম্মদ কায়সার হামিদকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। 

এসময় তার কাছ থেকে প্রায় ২৭ লাখ টাকা সমমূল্যের মুদ্রাগুলো জব্দ করা। পরবর্তীতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।  

এমআর/এমএসএ