পর্যটন করপোরেশনের শূন্যপদ পূরণে পদক্ষেপ নিতে সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। বৈঠকে কমিটি সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মো. মহিউদ্দিন বাচ্চু, মাহমুদ হাসান, শফিউল আলম চৌধুরী ও শামীমা হারুন অংশগ্রহণ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বাপক) জনবল কাঠামো, ভূসম্পত্তির বিবরণ, বাণিজ্যিক ইউনিট ও লিজ ইউনিট, বিদ্যমান স্থাপনাসমূহের সংস্কার ও আধুনিকায়ন, চলমান প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শূন্য পদ পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ, বাণিজ্যিক ইউনিট ও স্থাপনাসমূহে অটোমেশন চালু ও ওয়েবসাইট আপডেটকরণ, প্রতিটি স্থাপনায় লে আউট ও ফ্লায়ার রাখার এবং মনিটরিং করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/পিএইচ