আড়াইহাজার উপজেলা নির্বাচন
হুইপ নজরুলের বিরুদ্ধে ইসিতে চেয়ারম্যান প্রার্থীর চিঠি
জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীরকে চিঠি দিয়েছেন আড়াইহাজার উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া। সেই সঙ্গে হুইপ বাবুর ঘোষিত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্যও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ মে) রাজধানীর নির্বাচন ভবনে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দেন আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া।
বিজ্ঞাপন
চিঠিতে তিনি বলেন, আড়াইহাজার উপজেলায় আমি পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এবারের উপজেলা ভোটে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হুইপ নজরুল ইসলাম বাবু নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না। উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছেন যে, প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোনো মূল্যে পাস করাতে হবে। হুইপ নজরুল অর্থকড়িসহ সব ধরনের প্রশাসনিক বিষয় তিনি দেখবেন বলে প্রচার করছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, হুইপ নজরুল ইসলাম বাবু তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমার কর্মী-সমর্থককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে। হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য এজেন্টদের হুমকি-ধমকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপন আমার নেতা-কর্মী ও সম্ভাব্য এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞাপন
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণ বিধিমালার-২২ ধারা মোতাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হুইপের ঘোষিত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হলো।
এসআর/কেএ