দ্য ফ্রিডম ফান্ড চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত
শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের বিপক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথে বসবাসরত ও পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্য ফ্রিডম ফান্ড চিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার (১৬ মে) ছায়ানটে এই প্রদর্শনীটি আয়োজিত হয়। প্রদর্শনীতে ঢাকা, রাজবাড়ী ও ফরিদপুরের ৬৫ জন নারী যৌনকর্মী মায়েদের শিশুদের আঁকা ছবি স্থান পেয়েছে।
বিজ্ঞাপন
এদিন অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা উৎসুক দৃষ্টিতে প্রতিটি ছবি দেখছিলেন আর ভাবছিলেন শিশুদের কাছে স্বাধীনতা মানে কী? সারা অডিটোরিয়ামজুড়ে ভর করেছিল নীরবতা। যারা এসেছেন সবাই ঘুরে ঘুরে যেন ছবিগুলো দেখছিলেন। কী করুণ চাহনি তাদের দৃষ্টিতে। এক একটা ছবি যেন এক একটা গল্প বলে। কোনো ছবি যেমন বলে আনন্দের গল্প, আবার কোনো ছবির মধ্যেই ফুটে ওঠে একরাশ বেদনা। প্রতিটা ছবি যেন এক একটা জীবনের প্রতিচ্ছবি।
শিশুশিল্পী রাসেল বলেন, স্বাধীনতা মানে সব সুযোগ-সুবিধা প্রাপ্তির অধিকার। অন্যদিকে শিল্পী জান্নাতুল তার ছবিতে বলার চেষ্টা করেছেন, স্বাধীনতা মানে পরিবারে নিরাপদে থাকা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আসা দর্শনার্থী নীলয় দাস আদ্র বলেন, ছবি মূলত মনের প্রতিচ্ছবি। শিশুদের মন ও মানসিকতা বিকশিত এবং প্রস্ফুটিত করার জন্য তাদের কথা শুনতে হবে। শিশুদের এত সুন্দর হৃদয়ের কথা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে বাস্তবে না দেখলে কেউ বিশ্বাস করবে না।
অনুষ্ঠানে ভলানটিয়ার হিসেবে কাজ করছেন আইরিন সূচনা। তার মতে, এমন ভিন্নধর্মী প্রদর্শনী আমি সচরাচর দেখি না, আমি মনে করি এমন প্রদর্শন আরো দরকার। এতে করে পথে বসবাসরত ও পাচারের ঝুঁকিতে থাকা বাচ্চাদের কত রকমের হেনস্তার শিকার হতে হয় তা আমরা বুঝতে পারি। এছাড়া এই প্রদর্শনের মাধ্যমে আমি উপলব্ধি করতে পারছি, তাদের জীবন কত বেদনাদায়ক? তাদের পাশে আমাদের দরকার।
তিনি আরও বলেন, আজকের পরিবেশ অনেক সুন্দর ছিল। প্রদর্শনীটি শিশুদের অনেক পছন্দ হয়েছে। অন্য শিশুরা কীভাবে পাচার থেকে সচেতন হতে পারবে, তাও জেনেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ফারজানা আফরোজ বলেন, বাংলাদেশের আগামী প্রজন্মের শিশুদের সুরক্ষায় সরকার কাজ করছে। পথশিশু, যৌন নির্যাতনের শিকার শিশু, পাচারের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষা, আশ্রয় ও প্রশিক্ষণের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। এই শিশুরা আমাদের সম্পদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের জন্য যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপে সরকার আপনাদের পাশে আছে।
প্রসঙ্গত, দ্য ফ্রিডম ফান্ড শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুপাচার রোধ, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বন্ধ, শিশুদের সরকারি- বেসরকারি সেবাপ্রাপ্তি সুনিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
ওএফএ/এমজে