মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

পদোন্নতির পর তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) করা হয়েছে।

সোমবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি কর্মচারীদেরকে যুগোপযোগী, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার কাজ করে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। দেশের এই শীর্ষ স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে লোকপ্রশাসন, উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), অফিস ব্যবস্থাপনা, জেন্ডার ও উন্নয়ন, আর্থ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। 

এছাড়া জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।

এসএইচআর/জেডএস