৫০ লাখ টাকার সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট জব্দ, গ্রেফতার ৩
তিন জনকে গ্রেফতার করেছে র্যাব
রাজধানীর চকবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেটসহ ৩ চোরাচালানকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. ফারহান (৩৩), মো. পলাশ সরকার (২৬) ও মো. মাহবুব আলম বাবু (২৩)।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, অভিযানকালে ২০২ বস্তা চায়না ক্লে পাউডারের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫০ কেজি সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৫০ হাজার টাকা। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ১টি ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার কালোবাজারি চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানা যায়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/এইচকে