মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আন্তর্জাতিক সব ফ্লাইটের যাত্রীদের ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনার নেগেটিভ পিসিআর স্ক্রিনিং পরীক্ষার রিপোর্টের কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন মানতে হবে।

শনিবার (০১ মে) ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ ১ মে থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট যাত্রীদের ফ্লাইটের আগে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ পিসিআর স্ক্রিনিং পরীক্ষার রিপোর্টের কাগজপত্র জমা দিতে হবে। তাছাড়া বাংলাদেশে আসার পর বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসার সময় উপসর্গ দেখা দিলে, নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতাল/প্রতিষ্ঠানে আইসোলেশন করার নির্দেশ দেওয়া হবে এবং অন্য কোনো দেশের মাধ্যমে ট্রানজিট হলে বিমানবন্দরে বিমান চলাচলের অধীনে থাকার পরামর্শ দেওয়া হবে।

এনআই/জেডএস