ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বাজেটের প্রস্তাব অনুযায়ী, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে ও মা-বাবা ছাড়া অন্য যে কারও কাছ থেকে প্রবাসী আয়সহ নগদ অর্থ ও উপহার এলে তা করযোগ্য হবে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

ভাই–বোন, শ্যালক–শ্যালিকাকে পাঠানো প্রবাসী আয়েও কর

নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে ও মা-বাবা ছাড়া আর কেউ কোনো উপহার দিলে তার ওপর কর বসবে। এমনকি নগদ অর্থ দিলেও কর আরোপ হবে। উপহার পেলে বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে। এমনকি উপহারদাতাকেও তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে। প্রবাসী আয় বা রেমিট্যান্স উপহার হিসেবে এলে তা-ও করের আওতায় পড়বে।

মানবজমিন

মিয়া সাহেবের যত সম্পদ

বাড়ির পর বাড়ি। জমি এবং ফ্ল্যাটের সারি। কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপি’র সাবেক এই কমিশনার।

পূর্বাচলের নিউ টাউনের ১ নম্বর সেক্টরের ৪০৬/বি রোড। এখানে ১০ কাঠা জমি রয়েছে আছাদুজ্জামানের নামে। পূর্বাচলের সেক্টর ৪, রোড ১০৮-এ ৫৩ নম্বর প্লটটি আছাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল।  ৫ কাঠার এই প্লটটি বিক্রি করে দেয়া হয়েছে। জমিকেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন, প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন। আগে এখানে তারা আসলেও এখন আসেন না।

আফতাবনগর ৩ নম্বর সেক্টরের, এইচ ব্লকের ৮ নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া ৩৬ নম্বর প্লটে ২১ কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আছাদুজ্জামান মিয়ার। এই প্লটটি ৮ নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ ৫ কাঠা ও তার সামান্য কিছু বেশি।

কালবেলা

ঘুরেফিরে আলোচিত এমপিরাই বিতর্কিত

প্রচলিত আইন ও বিধি ভঙ্গ করে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে নানাভাবে তৎপর ছিলেন সংসদ সদস্যরা। পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে অধিকাংশ উপজেলায়ই প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রেখেছেন তারা। এ ক্ষেত্রে বেশিরভাগ এমপি কৌশলী হলেও কেউ কেউ নিজ বলয়ের চেয়ারম্যান প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে উঠেছিলেন।

এবারের নির্বাচনের শুরুতেই বেশ কয়েকজন মন্ত্রী-এমপি পরিবারের সদস্য কিংবা স্বজনদের প্রার্থী করে সমালোচিত হন। বিষয়টি আমলে নিয়ে একপর্যায়ে এমন প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তির হুমকিও দেওয়া হয়।

দেশ রূপান্তর

হেফাজতে ২০ বছরে কত মৃত্যু : হাইকোর্ট

দেশে গত ২০ বছরে আইনশৃঙ্খলা বাহিনী ও কারা হেফাজতে কত ব্যক্তি মারা গেছেন, তা জানতে চেয়েছে উচ্চ আদালত। ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে প্রতিবেদন আকারে এ তথ্য হাইকোর্টে দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও সংশ্লিষ্ট বিষয়ে রুল দেয়। গত ১০ জুন এ আদেশ হলেও গতকাল শনিবার সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

কালের কণ্ঠ

পথে শেষ মুহূর্তে জনস্রোত

পরিবারের সদস্যসহ স্বজনদের সঙ্গে ঈদ করতে যেসব ঢাকাবাসী গ্রাম বা মফস্বলে যায় তাদের বেশির ভাগই গন্তব্যে পৌঁছে গেছে। কিন্তু গতকাল শনিবার ছিল আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রার শেষ দিন। এদিনও রাজধানী থেকে অনেকেই নাড়ির টানে ছুটেছে ঘরের পানে।

গতকাল বেশির ভাগ মহাসড়ক ছিল তীব্র যানজটমুক্ত। তবে কোথাও কোথাও অতিরিক্ত যানবাহনের চাপ ও বিশৃঙ্খলার কারণে নানা মাত্রায় ধীরগতি লক্ষ করা গেছে। বরাবরের মতো বহু পণ্যবাহী যানে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পশু নিয়ে যেসব ট্রাক ঢাকায় এসেছিল সেগুলো ফিরেছে যাত্রী নিয়ে।

সমকাল

দুই মহাসড়কে ভোগান্তি, বাসে ‘গলাকাটা’ ভাড়া

শেষ সময়ে এসে ঢাকা-উত্তরবঙ্গ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবারও স্বাচ্ছন্দ্যময় হয়নি। এ দুই মহাসড়কের গাজীপুরের শিল্পঘন এলাকাতে গতকাল শনিবার দিনভর ছিল যানজট। কোথাও থেমে থেমে চলে গাড়ি।

তবে স্বস্তি ছিল আন্তঃনগর ট্রেন যাত্রায়। ঢাকা থেকে অধিকাংশ ট্রেন ৫ থেকে ৩০ মিনিট বিলম্বে যাত্রা করলেও শিডিউল বিপর্যয় হয়নি। যদিও ইঞ্জিন-বগি সংকট এবং রেলের স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি কাজ না করায় এবারের ঈদে ভোগান্তির শঙ্কা ছিল।

প্রতিদিনের বাংলাদেশ

সহজে ছাড়া পাচ্ছে না সহজ ডটকম

রেলওয়ের ই-টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকম অভিযোগমুক্ত হতে পারছে না। গত বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩-এর আভিযানিক দল ট্রেনের টিকিট কালোবাজারির একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করে।

রেলওয়ের সঙ্গে শর্ত পূরণ না করায় সহজ ডটকমকে গত ২৬ মে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

বণিক বার্তা

এটিএম বুথে টাকার সংকট, দেশজুড়ে গ্রাহক ভোগান্তি

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে টানা পাঁচদিন বন্ধ থাকছে ব্যাংক। এর মধ্যেই দেশজুড়ে এটিএম বুথে নগদ টাকার সংকট শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার বেশির ভাগ বুথে টাকা পাওয়া যায়নি। টাকা তুলতে না পারায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুথে গিয়ে টাকা না পাওয়ার সবচেয়ে বেশি অভিযোগ আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্ষেত্রে। ডাচ্-বাংলা ব্যাংকসহ বড় ও বিস্তৃত নেটওয়ার্কের ব্যাংকগুলোর অনেক এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। একই ধরনের অভিযোগ আসছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রেও।

যুগান্তর

সরকারের পাওনা ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা

দেশের স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও স্থানীয় ১৪২ সংস্থার কাছে সরকারের বকেয়া ১ লাখ ৯৪ হাজার ৪৯৬ কোটি টাকা। এর মধ্যে আসল টাকা ৭৮ হাজার ১৭৭ কোটি এবং সুদ ১ লাখ ১৬ হাজার ৩১৯ কোটি।

সবচেয়ে বেশি পাওনা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

এছাড়া কার জমি কে করে পার্ক!; ‘ডাম্পিং পদে’ ত্যাগী অনেক নেতা; ডিজিটাল হাটে আগ্রহে ভাটা; শত্রু আক্রমণ করলে জবাব দিতে প্রস্তুত : সেনাপ্রধান;—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।