করোনা হাসপাতালের ভাড়া মওকুফ করা হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য মহাখালী করোনা হাসপাতাল স্থাপনের আগে ২৫৮টি দোকান বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে ডিএনসিসি। করোনা হাসপাতালের ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ৭০ লাখ টাকা আয় হওয়ার কথা। কিন্তু সেই অর্থ মওকুফ করা হয়েছে।
সোমবার (৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মেয়র বলেন, ডিএনসিসি এ মার্কেটে ২৫৮টি দোকান বরাদ্দ দিয়েছিল। এ থেকে রাজস্ব পাওয়া যেত। কিন্তু আমরা বোর্ড সভার মাধ্যমে সিদ্ধান্ত নিই এখানে কোনো দোকান বরাদ্দ আমরা দেব না, বরং যে দোকানগুলো আছে তাদের বরাদ্দ বাতিল করব। আমরা বার্তা দিতে চাই, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য ডিএনসিসি ২৫৮টি দোকান বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে। সরকারের নিয়ম অনুযায়ী আমাদের ১ লাখ ৮৫ হাজার স্কয়ার ফিটের যে ভবন রয়েছে এই বিল্ডিংয়ের ভাড়াও থাকতে হবে। কিন্তু সেবার কোনো বিকল্প নেই। তাই এই হাসপাতালের যে ভাড়া রয়েছে তাও আমরা মওকুফ করে দিয়েছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা আইসিইউর জন্য কোনো অর্থ নিচ্ছি না। আমরা আজ দুটো অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি বিনামূল্যে দিলাম। এর রক্ষণাবেক্ষণের জন্য যত খরচ সেটাও আমরা দেব।
এর আগে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রোগীর সেবা নিশ্চিত করতে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি