ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ থেকে বেশিসংখ্যক দক্ষ কর্মী নিতে ওমানকে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মিজানুর রহমান।

সোমবার (৩ মে) ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ আল-বাওয়াইনের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান রাষ্ট্রদূত মিজানুর রহমান। শ্রমমন্ত্রীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

বাংলাদেশি দূতের অনুরোধের জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, প্রস্তাবিত বিষয়টি তিনি আন্তরিকতার সঙ্গে আমলে নেবেন। বৈঠকে শ্রমমন্ত্রী ও রাষ্ট্রদূত অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত দেশটিতে অবস্থান করা বাংলাদেশি কর্মী এবং পেশাদারদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ থেকে পেশাদার কর্মী বিশেষ করে চিকিৎসক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও মেরিন ইঞ্জিনিয়ার নিতে রাষ্ট্রদূত শ্রমমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানান।

এনআই/আরএইচ