দেশের পশ্চিমাঞ্চলে ঝোড়া হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (৩ মে) মধ্যরাতের পর রাজধানী ঢাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

সোমবার রাত ১১টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইতিমধ্যে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, যশোর, রংপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।

তিনি আরও বলেন, এ মেঘটি ঢাকার দিকে আসতে পারে। সময় লাগবে চার থেকে পাঁচ ঘণ্টা। মূলত আজ রাতে দেশের প্রায় সব স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে ৪৯ মি.লি.। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

একে/এমএইচএস