বাণিজ্য মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। মঙ্গলবার (৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সবাই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব। তারা হলেন- তানভীর আহমেদ, মো. মাহবুবুর রহমান পাটওয়ারী, মো. খলিলুর রহমান, শাহ আলম মুকুল, সাদেক আহমেদ, মিরাজুল ইসলাম উকিল, মো. আমিনুল ইসলাম, মো. সেলিম হোসেন ও তরফদার সোহেল রহমান। 

প্রজ্ঞাপনে বলা হয়, দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০ (৫) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের মাধ্যমে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো। 

এতে আরও বলা হয়, ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। 

এসএইচআর/জেডএস