সমন্বয়করা চলে গেছে, তাদের বাধা দেওয়া হয়নি : আইনমন্ত্রী
ডিবির হেফাজত থেকে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাসায় ফেরার বিষয়ে তাদের কোনো ধরনের বাধা দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী বলেন, এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তখন আমরা তাদের কোন বাধা দেইনি। তারা চলে গেছে, সেটিও আপনাদের জানানো প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ছয় সমন্বয়কের নিরাপত্তার জন্য তাদের ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটি মামলা করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটি চলাকালে আমি গতকাল শুনেছি, একজন বিচারপতি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন।
আনিসুল হক বলেন, আমি গতকাল পর্যন্ত জানতাম তিনি অসুস্থ হিসেবে একদিনের জন্য ছুটি নিয়েছেন। আমি গত রাতে জানতে পারি তিনি আজও ছুটিতে আছেন। ফলে হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি আজকে শুনানি হওয়ার কথা ছিল, সেটি আজকেও শুনানি হবে না।
এমএম