অসহায় ও দুঃস্থদের পাশে স্টেপ এহেড বাংলাদেশ
শিশু-কিশোরদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এহেড-বাংলাদেশ। প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করছে সংগঠনটি।
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের সংক্রমণ আঘাত হেনেছে বাংলাদেশেও। এ মহামারিতে অনেক প্রাণহানি ঘটছে। মানুষ আক্রান্ত হচ্ছে। এর ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। অনেক মানুষ করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে। দুঃস্থ অসহায় মানুষের সংখ্যাও বাড়ছে। স্টেপ এহেড-বাংলাদেশের শিশু-কিশোররা এসব কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
অসহায় মানুষদের কিছুটা হলেও সহযোগিতা করার জন্য স্টেপ এহেড-বাংলাদেশ শনিবার (৮ মে) রাজধানীর উত্তরা এপিবিএন মাঠে খাদ্যদ্রব্য, করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। একশত দুঃস্থ মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি, মাস্ক, সাবান, হুইল পাউডার ইত্যাদি। করোনা সুরক্ষা বিধি মেনে সংগঠনের ১০-১৫ বছর বয়সী শিশু-কিশোররাই ত্রাণ ও সুরক্ষা সামগ্রী প্যাকেট করা থেকে শুরু করে বিতরণ- সবকিছু নিজেরাই করেছে।
আগামীতেও এ শিশু-কিশোররা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ।
এআর/ওএফ